কবি-ম.ম.রবি ডাকুয়ার বেশাখী কবিতা “বৈশাখী চিঠি”
বৈশাখী চিঠি
ম.ম.রবি ডাকুয়া
—————————-
অল্প কথার কিছু গল্প কথার,
চিঠি আসছে বনমর্মর।
চিঠি আসছে বুক দড়ফর করা ঝড়ের,
চিঠি আসছে অতলে
ভরে দেওয়া জলে।
চিঠি আসছে কী নীরব রহিতে,
বাহিরে-অন্তরে বহিতে।
চিঠি আসছে আঁচল উড়ায়ে দখিণায়,
এমন দিনে সখি নাই।
চিঠি আসছে বসন উড়ায়ে দখিণায়,
আমি সে কাব্য পড়ে দেখি নাই।
প্রশস্ত বক্ষে
দাড়ায় সমুক্ষে।
এলো এ কোন চিঠি কালবোশেখী,
পড়বে খুলে আজকে সখী।
ভাবনার ভাঙা ডানায়,
স্বপ্ন উড়তে চায় আকাশের কানায়।
চিঠি আসছে বৈশাখে,
নাচবে অঙ্গে রঙ্গে ওই সাখে।
চিঠি আসবে বৈশাখী মেঘের পাতার ভাজে,
বৃষ্টির লজ্জা রাঙা হৃদয় মাঝে।