সহজ নামতার পাঠ/ কাজী আতীক । নিউ ইয়র্ক

সহজ নামতার পাঠ/
কাজী আতীক।
এক মত, এক পথ, একই বোধ এবং মনন
যেনো প্রাণ অন্তঃপ্রাণ, একের মধ্যেই দুই
সবই যখোন এক- চলো এক হয়ে যাই,
বলেছিলে একের মধ্যে কেবল একই থাকে!
তবে দুইয়ের মধ্যে এক এবং দুই,
অস্তিত্বের দাবি, বলো কি করে উপেক্ষা দেখাই?
সহজ নামতার পাঠ, না বুঝার প্রশ্ন নেই,
এক একে একই হয়, আর দুই একে দুই।
কোনো ভাবেই এর ভিন্ন সমাধান খোঁজে পাওয়া ভার।
(নিউ ইয়র্ক, ৯ জুন ‘২০২১)

কবি কাজী আতীককাজী আতীককাজী আতীক নিউ ইয়র্কনিউ ইয়র্কসহজ নামতার পাঠ
Comments (0)
Add Comment