অন্ধকার এবং আমি/ কাজী আতীক
বাতিগুলো নিভিয়ে দিয়ে অন্ধকার নিবিড় নিকষ যখোন,
অদৃশ্য অবয়ব, অনুমানে সেলফিটা নিলাম
সেলফোনের নিজস্ব আলো চিরে চিরে আঁধারের কালো
আঁধারেরই ক্যানভাসে অদ্ভুত এঁকে নিলো আমাকে।
আচমকা উন্মোচিত হয় বোধ, পূর্ণ হয় উপলব্ধি অমোঘ,
নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর অতি ক্ষুদ্র সেলফোনের আলো
যদি খোঁজে পায় আমকে! তাহলে তিনি?
সব আলোর উৎস যিনি, আল হা’ইয়্যুল ক্বা’ইয়্যুম,
আলো আঁধারের স্রষ্টা যিনি, সদা জাগ্রত, চির চক্ষুষ্মান
নিশ্চয়ই তিনি সর্বদা সর্বাবস্থায়ই- আমাকে দেখতে পান।
অতএব আমার যতো পাপ, আমি লুকবো কিভাবে।
কাজী আতীক,
নিউ ইয়র্ক ২০ জুন, ‘২০২১