নীলিমার বোঁটা – মুহম্মদ নূরুল হুদা
নীলিমার বোঁটা ছিঁড়ে
পড়লো এক ফোটা,
এই ফোটা ব্রহ্মাণ্ডের
বুকের সমান;
বাড়িবদলের আগে
চলো সেই ফোটাজলে
করি শূচিস্নান;
মানুষ মানুষ থাক
ঘুরে ঘুরে তিন
ভুবনের বাঁক;
সত্তার সৎকার শেষে
ভ্রমর-ভ্রমণ বেশে
শিখা অনির্বাণ
এই শিশিরার্দ্র প্রাণ।