প্রিয় মুখগুলো যখন চলে যাচ্ছে । আজ অনেক বেদনায় . . .
চতুর্থ দিনে –
অজানা প্লাবন
চলে যেতে হয়, চলে যাই।
তবুও মানুষ কিছু চলে গেলে
ভেঙ্গে পড়ে ভীষণ বর্ষণ।
কখনো বা শব্দ শুনি,
কখনো সে নীরব ক্রন্দন
কথাহীন বন্যার মতন
গহীন অরণ্য মাঝে বয়ে যাওয়া
অজানা প্লাবন ।
– বেনজামিন রিয়াজী