দুঃখ-সুখ সমাচার । এমএমআর

দুঃখ-সুখ সমাচার

…………

দুঃখেরা খুব সংঘবদ্ধ
যখন আসে সদলবলে।
সুখগুলো সব বর্ণচোরা
লুকিয়ে থাকে অন্তরালে!

দুঃখের পাখি খুব বেয়ারা
না ডাকলেও ছুটে আসে।
সুখ পাখি খুব অভিমানী
উড়ে বেড়ায় দূর আকাশে!

দুঃখের শিকল শক্ত ভীষণ
হাতুড়ি না ভাঙ্গতে পারে।
সুখের বাঁধন হালকা বেজায়
টান পড়তেই খুলে পড়ে!

দুঃখের রাত্রি দীর্ঘ অতি
প্রভাত নাহি আসতে চায়।
সুখের রাত্রি নাতিদীর্ঘ
চোখ মেললেই ভোর হয়!

দুঃখের গল্প বেদনা বিধুর
আকাশ জুড়ে নীল ছড়ায়।
সুখের গল্প খুব যে ছোট
শুরু না হতেই শেষ হয়!

দুঃখের জীবন শেষ হয় না
বয়ে বেড়ানো ভীষণ দায়।
সুখের জীবন কেউ পায় না
নিরুদ্দেশে পথ হারায়।

দুঃখ-সুখ এপিঠ ওপিঠ
এক জীবনে মিল না হয়।
সুখ-দুঃখের সমীকরণ
কখনো কি মিলানো যায়?

লেখক_এমএমআর(ছদ্ম নাম)

দুঃখ-সুখ সমাচার
Comments (0)
Add Comment