স্পর্শের অনুভবে
-ইসমাইল হোসেন মন্ডল
তুমি স্পর্শ করলেই জেগে উঠি
আদিগন্ত জেগে ওঠে গ্রীবা
কেঁপে ওঠে বুকের উন্মাতাল তাঁবু
তৃষ্নায় আন্দলিত অরন্যের ভূমি।
প্রবিদ্ধ হতে চায় শিকারী উষ্ণতায়
কলম্বাসের হাতে মহা সানুদেশ
তৃপ্তির আস্বাদে জাগে শিহরন।
তোমার স্পর্শেই জাগে শিহরন
কিংশুক তন্দ্রা ভাঙে বুকের গভীরে
সাইক্লোনে ধেয়ে আসে -সুখের মরণ।
তোমার স্পর্শের অনুভবে প্রলয় তান্ডব
ধ্বমনী শিরায় জাগে ইন্দ্রিয়ের পঞ্চপান্ডব
তোমার রাহুগ্রাসে অনিবার্য চন্দ্রগ্রহন।
তুমি স্পর্শ করলেই জেগে ওঠে রাত
সমুদ্রের বিপুল জোয়ারে ভাসে নিধুবন
সমস্হ স্বত্তায় কেবলি তোমার স্মরণ।
তীব্র আকাঙ্খার অনিরুদ্ধ ঝড়ে
হয় হোক দ্রৌপদীর বস্ত্র হরন !