শরত/ কাজী আতীক। নিউ ইয়র্ক

শরত/
কাজী আতীক।

নিভৃতি খোলস ছেড়ে পাখা মেলে অভিনব সারস
পাখার বিস্তৃতি তার সমগ্র আকাশ জুড়ে
শুভ্র আভা তার ছড়িয়ে পড়ে নিঃসীম দিগন্ত ছোঁয়ে।

তার অনুরাগ ছোঁয়ায় জেগে উঠে কাশবন ফুলে ফুলে
চোখ মেলে শাপলা শালুক, শিউলি কামিনী বেলি
দোলনচাঁপা জুঁই টগর রাধাচুড়া কেয়া মল্লিকা মালতি,
শ্বেতশুভ্র সাজের এই প্রকৃতিতে জবা যেনো
এক লাল টিপ, শোভা হয়ে আছে তার কপালে।

বৃষ্টির আদর ছোঁয়াও কিছু থাকে কালেভদ্রে
তাইতো শরত উদার কোমল, অনুপম স্নিগ্ধ অনুভবের।

(নিউ ইয়র্ক, ২৪ আগস্ট ‘২০২১)

কাজী আতীকশরত
Comments (0)
Add Comment