বোধ ইলুশন/
কাজী আতীক।
আকাশ দিগন্ত ছোঁয়ে নাকি ওপারেও আকাশ আছে?
যদি হেঁটে যাই দিগন্ত বরাবর- দৃষ্টির ভ্রম কেটে যাবে,
ভেসে থাকা কচুরিপানায় জোড়া মাছরাঙ্গা দেখে যদি
ভাবো- আহা কি সুন্দর- প্রেমিক যুগল! কিংবা-
কেউ হয়তো ভাবতে পারো একজোড়া শিকারি ধুরন্ধর
আবার কারো হয়তো মনে হবে শুধু এক অলস সময়।
তুমি যা খুশি তা ভাবতে পারো জেনে কিংবা না জেনে
ভাবনাগুলো একান্ত নিজের, বাস্তবতা ভিন্ন হতে পারে।
আমি আমার মতো কেবল অনুভব যাপন করতে চাই।
(নিউ ইয়র্ক, ২৯ আগস্ট ‘২০২১)