দুরূহ বিভোর/
কাজী আতীক।
খুব যেনো কিছু মনে পড়ে- মনে পড়ে মনে হয়
অথচ ঠিক মনে হতে না হতেই স্মৃতি ফাঁকি দেয় কেবল,
কি এমন কিছু? ভাবনার অতলে বিভোর দুরূহ সময়।
মাঝে মাঝেই এরকম হয় বিভ্রম ইদানীং,
মাঝে মাঝেই পাই যেমন মুগ্ধ গন্ধ কিছুর,
অনুরূপ, খুব যেনো পরিচিত কোনো বাতাবরণ
অনুধাবনে আসে আসে- আবার আসে না যেনো,
স্মৃতির অতলে অস্থির শুধু শুধুই হাতড়াই কেবল।
খুব যেনো কিছু কিংবা কথা মনে পড়ে- মনে পড়ে মনে হয়
অথচ ঠিক নিশ্চিত হতে পারি না, এ কি স্মৃতি বিভ্রম?
নাকি বোধ বিভ্রাাট? ভাবনার অতলে অস্থির উদ্ভ্রান্ত সময়।
(নিউ ইয়র্ক, ৪, অক্টোবর ‘২০২১)