বৈষম্য । মাহবুব হাসান । নিউ ইয়র্ক

মাহবুব হাসান
বৈষম্য
বৈষম্য একটি রাজনৈতিক সন্দেহ
তাকে শাদা আর কালো দিয়ে ভাগ করার পর সে
তোতাপাখির পাখায় উঠে বসে;
উড়ে যায় বাংলাদেশে!!
পাখিরা স্বাধীন
চেতনার চেয়ে তারা বেগবান এবং
তাদের পাখায় আছে ক্ষান্তিহীন শক্তি আর সৌন্দর্য,
তাদের সমাজ ঐক্যময়, তারা দলভুক্ত
কিন্তু রক্তভুক নয়;
তাদের ভেতরে শাদা-কালো-পীত ও বাদামি’র ভেদাভেদ নেই,
শক্তিশালী পাখাই তাদের শক্তি!
তাই নেই কোনো রাজনৈতিক বৈষম্য।
শাদা পৃষ্ঠাগুলো ভরে ওঠে কালো রক্তে প্রতিদিন
আর সেই রক্তের বানে ভেসে যাচ্ছে দুনিয়া;
দ্বন্দ্বের মুনিয়া পাখি।
# ০৮/২২/২০২০ #
নিউ ইয়র্ক

কবি মাহবুব হাসানকবি মাহবুব হাসানের প্রেমের কবিতামাহবুব হাসানমাহবুব হাসানের কবিতা
Comments (0)
Add Comment