যদি ভেবে হয় পথচলা
-আরিফ আহমেদ সিদ্দিকী
তুমী-
একদিন অনেক বড় হবে
কিন্তু আগের মতোই থেকো
বেশ ইতিহাস হবে তোমার
ভুলে যেওনা শুরুটার কথা।
তুমী-
কি ছিলে আর কি হলে
এ বিচারের মানদণ্ড তোমার নয়
একদিন তুমী জানতে পারবে
কেমন ছিলে তুমী সে সময়ে।
তুমী-
সব পেয়েছো কর্মজীবনের পথে
কেবলই ভুলে গেছো পেছনের কথা
অনেকেই ভেবেছিল তোমার বাড়ন্ত
এভাবে খুইয়ে নিঃশেষ হবে, এটা নয়।
তুমী-
এখন হয়তো বুঝতে চাও
ফেলে আসা মানুষগুলো
তোমাকে নিয়ে তারা আর ভাবে না
বরং তুমী তাদের নিয়ে ভাবো।
তুমী-
বড্ড একাকিত্ব তোমার পাশে
আঁকড়ে ধরে বাঁচার অবিরাম চেষ্টা
তবুও তুমী সবাই সব আছে চারিপাশে
কেবল তুমী নেই তাদের মনিকৌঠরে।
২৯ অক্টোবর ২০২১