আমি, আমাকে এবং আমার নিজস্ব/ কাজী আতীক। নিউ ইয়র্ক

আমি, আমাকে এবং আমার নিজস্ব/
কাজী আতীক।

বাতাস ক্রমাগত নিশ্বাসের নির্ভরতা হারাচ্ছে
মানুষও হারাচ্ছে বিশ্বাস-
নিজের এবং একে অন্যের প্রতি
বাড়ছে আস্থাহীনতা,
এক অসংযত আবহে অস্তিত্বশীল পরিপার্শ্বিক
স্থিরতা হারিয়েছে যেনো এই পৃথিবী সমাজ।

মনে হয় কিছুই সঙ্গত কিংবা অসঙ্গত নয়
এসব ধারণা এখোন কারো বিবেচনায়ই নেই
এক আগ্রাসী কাম্যতার নিলাজ প্রদর্শন, যেমন
কেবলই আমি, আমাকে এবং আমার নিজস্ব।

যদিও এখনো তুমুল আছো- তুমি এবং সে
কবিতা ও প্রেমে, তবে- যদি ভালো করে লক্ষ্য
করে দেখো, দেখবে সেখানেও- আমিই প্রবল।

(নিউ ইয়র্ক, ৬ নভেম্বর ‘২০২১)

কাজী আতীক
Comments (0)
Add Comment