অর্থহীন
মোহীত উল আলম
হৃদয় – মানে পথিকের ভালোবাসা
বুক কেটে বেরিয়ে রাস্তায় দাঁড়ায়,
ব্যস্ত মোড়ের যান-চলাচল সামলে
অফিস-বাসের জন্য সন্তর্পণে অপেক্ষা।
সেখানে একটা সাদা গাড়ির মধ্যে কে বসে
থাকে, মুখে অতিমারির ভয়ে সাদা মুখোশ–
কে কাকে চিনলো বলা যাচ্ছে না, মাঝখানে
যে বয়ে গেছে কর্ণফুলীর বাঁকে বাঁকে বয়স।
যে বাসের জন্য অপেক্ষা করে আছে সে,
নাকি যে পথিক, গাড়ি থেকে, হঠাৎ চোখ
পড়তে এক নিমেষে দেখেছে, সে! পুরোনো
অনেকগুলো ঘন-নি:শ্বাস এক মুহূর্তে এক হলো।
বিশ্ব চরাচরে কেউ জানলো না, কে কাকে দেখলো
পরষ্পরও জানলো না, দেখা হলো কিনা–অর্থহীন!
=শেষ=
১৩ নভেম্বর ২০২১
ঢাকা