অসহায়ত্ব
আরিফ আহমেদ সিদ্দিকী
আজ বড্ড অসহায়
শত ক্লান্তির মাঝেও এক চিলতে হাসি
সে যেন এক প্রতিচ্ছবি
অসহায়ের দৃষ্টিতে আজ ভিজে যায়।
তোমার শত বাঁধা টপকাতে পারিনি
অবুঝ হৃদয়ের ক্ষতটা দগদগে হয়েছে
লোহার মতোই যেন মরীচিকা
তুমি আসবে বলে আর এলে না।
দুরের আকাশে রাতের তারাগুলো
যেন তোমার কথাই ফুটিয়েছে
আঁধার কালো মেঘে ঢেকে যায়
বিবর্ণ মানুষগুলোর অধরা স্বপ্ন!
চারদিকে তোমার অস্থির নীরবতা
আমাকে ক্রমাগত বিনয়ের দিকে ধাবিত করে
পথশিশুদের মতোই আমার আস্ফালন
আর যদি না যাই ফিরে তোমারি দলে।
হয়তো বা ভুলে যাবে আর কিছুদিন পর
গোলাপের সেই সৌরভ বিলীন হবে
কাটা গাছটিও এক সময়ে নিথর হয়ে পড়বে
আমারি মতো কঙ্কাল দেহের ন্যায়।
অসহায়ত্ব চারিপাশে উঁকি মারে
হয়তো এমন সময়ে ঝাপটে ধরবে
আমি আর থাকবো না তোমাদের মাঝে
বেঁচে থাকুক মোদের স্মৃতিটুকু আঁকড়ে ধরে।