জাত গেলো? আরিফ আহমেদ সিদ্দিকী

জাত গেলো?
আরিফ আহমেদ সিদ্দিকী

মানুষের ত্যাগের বর্জ্য কিন্তু
মানুষ টানে কাঁধে।
সেই মানুষকেই মূল্য দিতে
মানুষের হিংসা বাড়ে!

রিক্সাওয়ালা মানুষ টানে
মানুষে মানুষে সম্পর্ক!
সেই মানুষই জাত ভেদে
করে অনাচার আর দ্বন্দ্ব?

মানুষ নাকি জুতা পড়ে
সেই মানুষই জুতা সা-রে
ভিক্ষুকের ওই সন্তানে আজ
সুনাম কুড়ায় দেশ জুড়ে!

জাতিগত পেশাগত হিংসা-বিদ্বেষ
এগুলো সব মুছে ফেলে
মানুষ হয়ে মানুষকে
দেইনা তার প্রাপ্য সন্দেশ!

আরিফ আহমেদ সিদ্দিকীজাত গেলো
Comments (0)
Add Comment