চির বিরহ/
কাজী আতীক।
সম্পর্ক অটুট, সাথেই আছি, এখনো সংলগ্ন,-
যেমন বাড়ির সীমানা ছোঁয়ে পড়শি আবাসন,
হৃদয়ের তন্ত্রীগুলো নিবিড় ছোঁয়ে থাকে যেমন,
প্রেম- এক সান্নিধ্য ইচ্ছা, এক সংকল্প যাপন,
বস্তুত জীবন এক ক্রমাগত সংযোগ সঞ্চালন-
বাধাপ্রাপ্ত হলেইতো চির বিরহ।
(নিউ ইয়র্ক, ১১ জানুয়ারি, ‘২০২২)