একমুঠো ভালোবাসা
– আরিফ আহমেদ সিদ্দিকী
তোমরা যা চাও, তারও অনেক বেশি দেই
তোমাদের কাছ থেকে শুধুই পাই, স্বল্পতা
একমুঠো ভালোবাসার জন্য সবই দিয়ে দেই
অথচ তোমাদের ক্ষুধা নিবারণ হয়না।
আমি কষ্ট করে আহরণ করি, যোগার করি
তোমাদের জন্যই ব্যয় করি অকাতরে বেহিসেবী
বিনিময়ে তোমাদের কাছ থেকে পাই অফুরন্ত
বদনাম, কটুকথা আর নানা অনিয়মের গল্প।
সৃষ্টিকর্তা সবই দিয়েছেন তোমার আমার সবার জন্য
কেউ পায়না, কেউ পায় আর কেউ হারায়
জাগতিক সকল নিয়ম মেনে তোমাদের জন্য
কিছু কল্যাণের জন্য করতে গিয়ে এ ব্যর্থতা।
ছোট্ট কাজে বড় বরাদ্দ, কল্যাণ আর অকল্যাণ
তোমাদের তাতে যায় আসে কি?
তোমাদের আমি পুষে রাখি, আগলে স্বযত্নে
কেবল তোমরাই চিনলে না আমাকে।
পুরো দেশ পুরো পৃথিবী জুড়ে থাকা সম্পদ
সকল কিছুর বিনিময়েও পাবোনা তোমাদের মন
যেদিন এ দেশ থেকে চাহিদা যাবে ক্ষুধা থাকবেনা
সেদিন কল্যাণের পথ প্রসারিত হবে।