প্রাণ সদাশয়
মুনূহু
বালিকার পাশে যদি উদাস বালক
বালকের পাশে তবে উদাসী বালিকা
পরস্পর জেনে গেছে পরস্পর হক
উভয়ের ললাটেই আঁকা জয়টীকা।
তবুও হারতে তারা নিত্য ভালোবাসে
পরাজয় মেনে নিয়ে মাগে মমতাকে;
পরস্পর যুক্ত ওরা, মুক্ত ঘাসে ঘাসে,
চায় না দখলপ্রভু, কিংবা ক্ষমতাকে।
এই কি প্রকৃত জয়, নয় পরাজয়?
ভালোবাসা ত্রাণ-ভাষা, প্রাণ সদাশয়।