জান্নাত হবে বাড়ী
কবি মুহাম্মদ নুরুল কবির করিমী
এসো এসো মানব সকল প্রভুর কথা বলি ,
সত্য সুন্দর পথটি চিনে রবের পথেই চলি ।
ভেবে দেখ আহার পানি কেবা করেন দান ,
মাতাপিতা ভাইবোন দেহ জমিন কার দান ।
বৃক্ষলতা ফুলফল মৎস্য পশু পাখির দল ,
হস্তপদ জিহ্বা চক্ষু দেহ প্রাণ কে দিল বল ।
সুখ দুঃখ হাসি কান্না মায়া মমতার সংসারে ,
অপরূপা পাহাড় পর্বত সাগর নদী বিশ্ব মাজারে ।
সকল জীবের সৃষ্টিকর্তা পালন করেন তিনি ,
নিত্য সৃষ্টিতে বিভোর আছেন আল্লাহু অন্তর্যামী ।
জ্বীন ইনসান সৃষ্টি জগৎ তাঁহারেই শুধু স্মরে ,
কুল মাখলুকাত ফেরেশতা তাঁহারি গুণগান করে ।
সকল খেলা সাঙ্গকরে একদিন চলে যেতে হবে ,
প্রভু ছাড়া রহিবেনা কেহ জীবিত এই ভবে ।
এসো মানব এসো সরল পথে জীবণ গড়ি ,
পরকালে স্থায়ী শান্তিসুখের জান্নাত হবে বাড়ী ।
মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার