নিঃসীম অদৃশ্যময়তা
কাজী আতীক
আকাশের মতো নিঃসীম অদৃশ্যময়তায় হাতের ইশারাটুকু
যে পারে বিছিয়ে দিতে ভালোবাসা সমর্পন আকাঙ্ক্ষায়
তুমি এক মুঠো প্রত্যাশা নিলামে উঠিয়ে দিলে চড়া দামে
অতঃপর অনিবার্য দেউলিয়াত্ব থেকে অনায়াস পরিত্রাণ ভেবে নিলে
অথচ জানতে পারোনি হৃদয় সংলগ্নতা থেকে মুক্তি এতো সহজ নয়,
তাই হয়তো এতকাল পরও সেই অনুগামী অনুভব এখনো গভীর
এখনো সেই কিশোর অভিলাষের উষ্ণ উৎপাত সচল অবিরাম,
হৃদয়তো বেহিসাবি হবেই, চাণক্য নীতি কি হৃদয়ে চলে- বলো?
রাধা রমন হাসন রাজা উকিল মুন্সি আব্দুল করিম পাগলা ভবা
কারো হৃদয়ে রাধা কৃষ্ণের লীলা কেউ পিয়ারীর প্রেমে আত্মহারা,
আসলে নিজের মনেই বৃন্দাবন আর নিজ বৃন্দাবনে নিজস্ব লীলা।
(নিউ ইয়র্ক, ৬ এপ্রিল ২০২২)