জননেত্রী শেখ হাসিনা,
———————————
দেখেছি মোরা তোমার রাজ্য পরিচালনা,
অপূর্ব এক ধরণ
অন্যায়কে পরিহার করে,
সত্যকে করেছ বরণ।
বাংলাদেশ ডিজিটাল হবে বলেছিলে তুমি,
তাইতো মোরা স্বপ্ন দেখি,
বিশ্বের বুকে শ্রেষ্ঠ হবে আমাদের জন্মভ’মি।
হে বীর কন্যা শেখ হাসিনা,
দেখেছি তোমার রাজ্য পরিচালনা,
দেখেছি তোমার মেধা,
এমন মেধা সারা বাংলায় মিলবে আর কোথা।
বীর পিতার এক বীর কন্যা তুমি
জন্ম নিয়ে এই দেশে
শুভ জন্মদিন গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
মহান আল্লাহপাক আপনার সহায় হউন।
শুভেচ্ছান্তে, এ্যাড : মো: সোহরাব আলী সানা
সাবেক সংসদ সদস্য ১০৪, খুলনা – ৬
( পাইকগাছা- কয়রা)
জননেত্রী শেখ হাসিনা । শুভেচ্ছান্তে, এ্যাড : মো: সোহরাব আলী সানা সাবেক সংসদ সদস্য ১০৪, খুলনা – ৬
