ইবলিশের দাসত্ব করাই পছন্দ যাদের
– কাজী আতীক
পৃথিবীর শুরুটা কেমন ছিলো-
যখোন একজন এবং একজন মানব মানবী
তারপর অনেক পথ অনেক সময় পেরিয়ে
জোড়া বাঁধলেন তাঁরা গড়ে তুললেন পরিবার
অতঃপর ধীরে ধীরে বিস্তৃত হলো সংসার।
যতোগুলো জানা প্রফেসি আছে দুনিয়ায়
সবগুলোরই সার কথা এই-
এসবই আসলে সেই এক এবং একক মহাপ্রভুর ইচ্ছায়।
তবে যেভাবে সহজ সমীকরণের মতো শোনালো কথাগুলো
মোটেই অতোটা সহজ সমীকরণের মতো ছিলো না শুরুটাও!
কেনোনা শক্তিধর ইবলিশ পাপাত্মার দৌরাত্ম্য ছিলো সমধিক,
পরের প্রজন্মেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা
সূত্রপাত ঘটে অপরাধ পাপাচারের, লোভ লালসা ঝগড়াঝাঁটি
এবং পারস্পরিক দ্বন্দ্ব থেকে শুরু করে এমনকি হনন অব্ধি
তাই সহজেই বুঝতে পারি-
মানুষের মধ্যে জন্মগতভাবেই রয়েছে এসব অপরাধপ্রবনতা
যার চূড়ান্ত রূপটাই আমরা হয়তো প্রত্যক্ষ করছি এখোন।
হ্যাঁ, মহাপ্রভু জানতেন, তাই যুগে যুগে তিনি তাঁর
আজ্ঞাবহদের পাঠিয়ে সংশোধনের উপায় জানিয়েছেন, তবুও-
হায় মানুষ! ইবলিশের দাসত্ব করাই বেশি পছন্দ অনেকের।
(নিউ ইয়র্ক, ৮ অক্টোবর ২০২০)