যে বুলেটে মায়া নেই – আরিফ আহমেদ সিদ্দিকী

যে বুলেটে মায়া নেই
-আরিফ আহমেদ সিদ্দিকী

ভালোবাসলে সামনে থেকে
বিশ্বাসের সকল সিঁড়ি পেড়িয়ে
আস্থার জায়গায় ছিলে বিশ্বাসী
তোমাদের বুলেটে ছিল না মায়া।

তোমরা সবই পেয়েছিলে, নিয়েছিলে
কেবলই লাটাইটার জন্য ছিল আস্ফালন
খুব সহজেই ষড়যন্ত্রের জাল বুনলে
বুলেটেই নিলে বিশ্বাসী আর ভালোবাসার প্রাণ।

পরিণাম জানলে না উত্তরসূরি আছে
পরপারে নয়, এপারেই তোমাদের বিনাশ হবে
হয়তো সময় লেগেছে শোককে শক্তিতে নিতে
বিশ্বাস ভেঙে নিলে বিশ্বঘাতকের চরিত্র।

জাতি জেগেছিল জাতির পিতার জন্য
পবিত্র সে রক্তের দাগ মুছে যায়নি
ইতিহাস ভোলেনি জাগ্রত বাঙালি
বিশ্ববাসী দেখলো বিশ্বঘাতকদের।

যে বুলেট স্নেহ, মমতা, ভালোবাসা রুখেনা
যে বুলেট বিশ্বাসকে আঁকড়ে ধরতে জানে না
সে বুলেট নয়, সে মানবের জিঘৎসা চরিত্র
ক্ষয় হয় দেহ, থেকে যায় আত্মায় আত্মায় বঙ্গবন্ধু।

যে বুলেটে মায়া নেই
Comments (0)
Add Comment