চোখে চোখে তাকাই ও না,
নয়ত একদিন অবলীলা ক্রমে ঝরে পড়ে যাবে,সবশেষে শূণ্যতা ছাড়া কিছুই পাবে না, সেদিন ভীষণ কষ্ট পাবে,
আমি চাই তুমি সর্বদা প্রকৃতির মতই সবার মাঝে চিরসবুজ হয়ে বেঁচে থেকো।
চোখের ভাষা বুঝে নিয়েছো ঠিকই,
কিন্তু আমার অনুভূতি গুলো এখনো রপ্ত করতে পারোনি,হয়ত রঙধনু যেমন আকাশকে কিছুক্ষনের জন্য রাঙিয়ে দিয়ে মিলিয়ে যায় কোথায় যেনও? ঠিক
সেইভাবে তুমিও চলে যাবে।
আমার চোখকে ফাঁকি দিয়ে,
কোথায় হারিয়ে গেলে –
তারপর;
তোমাকে আর পাওয়া হলো না।