” আমরা আমাতে ” – তানিয়া শারমিন মিতু

” আমরা আমাতে ”
-তানিয়া শারমিন মিতু

আমি ভালবাসি আর বাসবও
পাগলের মত,
যতদিন থাকবে এ দেহে প্রাণ।।

মেঘ যেমন এ ধরাকে ভালবেসে বারি হয়ে এ ধরায় ঝড়ে পড়ে।
নির্ঝর যেমন পাহাড় বেয়ে সাগরে নামে
আমিও যে ভালবেসে তোমাতে ধরা দিয়েছি,,,,,,,,

যতটা ভালবেসে ঢেউয়েরা সাগর, নদীকে দোলায়
যতটা ভালবেসে মেঘ আকাশে ঘুরে বেরায়
আমি যে ভালভাসি
তার চেয়েও বেশি।।

যতটা ভালবেসে ফুল গুলো
তার যৌবন ভ্রমরকে বিলায়
যতটা ভালবেসে কোকিল
বসন্তে গায়, ফাগুন ফুল ফোটায়
আমি,,,,,
তার চেয়েও বেশি।।

যতটা ভালবেসে গোধূলী
পশ্চিম আকাশে নীলিমা ছড়ায়,
কুয়াশা যেমন শিশির বিন্দু হয়ে ঘাঁসকে জড়ায়
আমি ও যে শুধু তোমাতেই হারাই,,

ভালবাসার যত রুপ আমি তোমাকে দেব,
ভালবাসার শত রঙ যে
আমি তোমাকে মাখাবো।।

তোমার যত প্রত্যাশা যত কল্পনা তার চাইতে বেশি,
অনেক……অনেক,,,, আনেক বেশি আমি দেব তোমায়

ভালবাসার ঝর্না হয়ে আমি নামাবো তোমার অন্তরে, তোমার বাহিরে,
আমি ছুঁইয়ে দেব তোমায় আমার স্পর্শে, মিস্টি ভালবাসায়।

ভরবে তোমার আমার মন এক জাদুতে,
জড়িয়ে যাব দুজন একই মায়াতে
তারপর,,,,
হারিয়ে যাব আমরা আমাতে।

তানিয়া শারমিন মিতু
Comments (0)
Add Comment