মনন বিপর্যয় । কাজী আতীক । নিউ ইয়র্ক

নন বিপর্যয়/

কাজী আতীক।

অজ্ঞতাই যেখানে পুঁজি, কিছু কি আসে যায়?
ছায়াপথ আর সপ্তর্ষির পার্থক্য জানা অজানায়,
অথবা কি হয় ব্যবধান জেনে
আকাশের নীলাচল আর সাগরের নীল জলে,
কিংবা নির্জনতা আর নীরবতায়,

তারপরও অনগ্রসর অনুভবে পুরনো বিস্ময়
যখোন জানতে চেয়েছিলাম অনুরাগ বিহ্বল
অজানা ছিলোনা তার কেটাস্ট্রোফি ভয়।

অথচ অজ্ঞতা যেখানে পুঁজি, সেখানে বিপত্তি ভারী
যেমন এক উর্বর এনাটমি উপাখ্যান-
বালখিল্য ফরমান- হার্টে নাকি কিডনির অবস্থান।

অতঃপর বুঝতে পারি বিশ্বময় মূর্খদেরই রাজপাট,
তাই হয়তো এক আত্মগত উপলব্ধি প্রাক্কলন
হতাশা হতবুদ্ধি সংশয়- কেবল এক মনন বিপর্যয়।

নিউ ইয়র্ক, ১৪ অক্টোবর ‘২০২০

কবি কাজী আতীকমনন বিপর্যয়
Comments (0)
Add Comment