আসন্ন বর্ষা। ফাহমিদা ইয়াসমিন

আসন্ন বর্ষা
ফাহমিদা ইয়াসমিন
আসন্ন বর্ষায় আমরা মুখোমুখি হবো
মনে করে সেই পুরনো দিনের কথা
কথার রীতিনীতি অদৃশ্য চাওয়া-পাওয়া।

আসছে বাদলা দিনে আমরা এক হবো
চায়ের কাপে তুমুল আড্ডা বসবে
কথা বলবো আলাদা পথের
যে পথে আমাদের কোনো চিহ্ন ছিলো না।

এবার বর্ষায় জীবনের সব অভিশাপ—
প্রেমের তুমুল স্মৃতির দৌড়ঝাঁপ তাড়িয়ে
সুখের কথায়, কদম ফুলের ডগায় আঁকবো।

আগামী বাদলা দিনে বৃষ্টির সাথে নৃত্য করবো
তুমি আর আমি একাকার হয়ে এক দেহে।

ফাহমিদা ইয়াসমিন
Comments (0)
Add Comment