জগৎ সেরা
– আবদুল বাাকী
মনচায় তোমাকে ভালবাসিতে
মনচায় তোমাকে সোহাগ করিতে।
মনচায় তোমার মাথার চুল আঁচড়ে দিতে
মনচায় তোমার খোপায় ফুল দিতে ।
মনচায় তোমার নয়নে কাজল দিতে
মনচায় তোমার চরণে আলতা দিতে ।
মনচায় তোমাকে অপরূপ করে সাজাতে
মনচায় তোমাকে নিয়ে উড়ে যাই আকাশেতে
মিট মিট করে তারা, তারার কুলেতে।
তুমি হবে মহারানী পুস্প সোভাতে ।
তুমি হবে নয়নের মনি আমার দেখাতে
ঘোমটা দিয়ে বসবে তুমি সামনেতে ।
তুমি আমার মন জুড়াবে তোমার দৃস্টিতে
তোমার রূপ যৌবন আমার সাধনাতে৷
তোমায় পরাইব আমি মনিহার গলেতে
তুমি বেশী দামী এই ধরাতে৷
তুমি রূপবতি সরলা কবির কল্পনাতে।
তুমি শীতল ছায়া, মমতাময়ী মায়াতে
তুমি ধরণীর ধরা জগৎ সেরা সৃস্টিতে।
রূপ,রস, গন্ধ আছে তোমার কায়াতে
তুমি জগৎ সেরা মনপুরা নরের দৃস্টিতে।