নিবিড় সংযোগ/
কাজী আতীক
বিকল্প উপলব্ধ ছিলো না কিছু,
তাই অন্ধকার সয়ে আসা চোখে
যেটুকু দেখতে পাওয়া যায়
পর্যাপ্ত নয়, কিছু তাই অনুমানে
কিছু অনুভবে খুঁজি অন্ত্যমিল পথের।
আসলে সহজ ছিলোনা সে খোঁজ,
বাতিহীন কতোদূর এগুনো যায় বলো?
তাই হয়তো এখনো
আমার সে খোঁজ অবিরাম অব্যাহত।
কোনো প্রথাগত ছন্দ কিংবা
অন্ত্যমিল না থাকা কবিতা যেমন
চলা পথ, নদীর স্রোত,
আকাশের মেঘ অথবা সাগরের ঢেউ
আর অবারিত মুক্তো আলোর বিভাস,
আমার এই খোঁজ, এই পথ চলা আমার
আরাধ্য- তোমারই যেনো নিবিড় সংযোগ।
(নিউ ইয়র্ক, ৩০ আগস্ট ‘২০২৩)