শেষ প্রলয়ের নিকট সময়/ কাজী আতীক

শেষ প্রলয়ের নিকট সময়/
কাজী আতীক

জ্ঞানের কথাগুলো পুস্তকের পাতায় লিখা থাকবে ঠিকঠাক
অথচ থাকবে না চর্চায়,
সুশীল, সুন্দর, সম্ভ্রম কিংবা লজ্জা যেমন কথার কথা এখোন,
পৃথিবী ধ্বংসের আগে এমনই হবে-
এরকমই কথা ছিলো,
কেবলই নেতিবাচক- শকুনি কিংবা হায়েনা স্বভাবের মতো
মানুষ মানুষকে নিগৃহীত করে করবে উদ্ভট আনন্দ উল্লাস।

পৃথিবী ধ্বংসের আগে আবারও আইয়ামে জাহিলিয়ার যুগে
আমাদের প্রত্যাবর্তন ঘটবেই, এমনই কথা আছে,

এই যে সময়- কোথাও কোনো শোভন অবশিষ্ট নেই আর।
এখনই ভারসাম্যহীন এই জাগতিক প্রতিবেশ
সামাজিক সৌহার্দ্য এখোন একেবারেই শূন্যের কোঠায়,

তবে কি ইসরাফিল তৈরি? এখনই ঘোষণা হবে শেষ প্রলয়ের-
শেষ ফুঁৎকারে তাঁর এখনই তামাদি হবে এই মহা জগত সংসার।

(নিউ ইয়র্ক, ১৭ সেপ্টেম্বর’ ২০২৩)

কাজী আতীকশেষ প্রলয়ের নিকট সময়
Comments (0)
Add Comment