মনন নাশকতা/
কাজী আতীক
প্রিয়া প্রিয়তমা, বহুদিন লিখা হয়না তোমকে নিয়ে,
অথবা তোমার জন্য কোনো কবিতা।
প্রতিদিনই ভাবি আজ যখোন হলো না, কাল হয়তো,
সেই কালও আর আসে না।
কি করে আসে বলো?
চারিদিকে এতো এতো মনন নাশকতা বিভ্রম
রুচি বিকৃতি আর উপাত্ত পরকীয়া,
এতো এতো পঙ্কিলতা এই অবারিত প্রান্তরে
কিভাবে তোমাকে বলি, কোথায় বিছাবে তুমি
সবুজ জমিন লাল পাড় আঁচল খানি তোমার প্রিয়তমা?
বাতাসেও ভাসছে দেখো কুরুচির রুদ্র কণা
বাস্পিত বিষে সংক্রমিত হয়ে আছে আকাশের নীল
জল স্থল অন্তরীক্ষ সব আজ এমনই সংকীর্ণ বিভ্রান্তির
এতো এতো কলুষতা এই অবারিত প্রান্তরে
কিভাবে তোমাকে বলি, কোথায় নিশ্বাস নেবে তুমি
তোমার অনাঘ্রাত ফুসফুস এসব সইবে না প্রিয়তমা!
ঈশানে জমছে মেঘ, ঝড় বাদল অবশ্যম্ভাবী,
অপেক্ষায় আছি, সে পর্যন্তই- অপেক্ষা তোমারও,
ঝড় যখোন থামবে, ঝড়জলে ভেসে গেলে পংকিলতা
শুদ্ধ হবে পরিবেশ, নিশ্চয়ই তখোন- তোমার জন্য
তোমাকে নিয়েই কবিতা- লিখবো আবারও প্রিয়তমা।
(নিউ ইয়র্ক ১৮ সেপ্টেম্বর’ ২০২৩)