অবসর । মো: ফজলে এলাহী মারুফ

অবসর
মোঃ ফজলে এলাহী মারুফ

আমি থাকবোনা —-
আমি থাকবোনা আর তোমাদের মাঝে
চলে যাবো হতে হেথা
চলে যাবো আমি বহুদুর পানে
সুখটুকু পাবো যেথা।

যে ধরনী দেবেনা আমাকে
কখনো সুখ এক বিন্দু
অযথা এখানে রচিবো কেন
মায়া মমতার সিন্ধু।

আমি সুখ চাই, আমি শান্তি চাই
আমি ক্লান্তি চাইনা এতো অধিক
আমি বিশ্রাম চাই, আমি শ্রান্তি চাই
আমি যে ক্লান্ত পথিক।

অনেক ধেয়েছি, অনেক চলেছি
শেষ করেছি বহু পথ,
পায়েই ধেয়েছি, পায়েই চলেছি
নহে গাড়ি নহে রথ।

দেহখানি মোর হেলিছে দুলিছে
এক্ষুণি পড়িবে ঢলে
দুনিয়ার যতো ক্লান্তি ছিলো
স-ব বক্ষে এসেছে চলে।

এখন আমি ঘুমবো প্রভূ
মুদিয়া দাও গো আঁখি
খাঁচাটিরে তুমি ফেলিয়া রাখিয়া
ধরিয়া নিয়া যাও পাখি।

প্রভূ —-
সুখ যেন মোরে জোটে ঐ পারে
এই দাও মোরে বর
ক্লান্তি মোর স–ব তুলে নিয়ে
দাও চির অবসর।।
———–

অবসরমো: ফজলে এলাহী মারুফ
Comments (0)
Add Comment