ভিন্নমত/ কাজী আতীক

ভিন্নমত/
কাজী আতীক

তুমি শব্দ ছুড়ে মারলে,
শব্দের কারুকাজে তোমার অন্তরের অনুরাগ স্পর্শ,
গোলাপ পাপড়ির পেলব ছোঁয়া যেমন,
সে চুম্বন ভেবে নিলো-
সে তোমার প্রেমে পড়ে গেলো।

এমনই হয়, এমনইতো হওয়ার কথা,
অথচ কারো কারো শব্দে মিশে থাকে তাঁর অন্তরের কালিমা,
যেমন ভয়াল ফণা উঁচিয়ে বিষধর
কালকেউটে কিংবা বিচ্ছুর বিষচুম্বন-
তাঁর অপ্রেম ভাবনায় প্রেম কলুষিত হলো।

আর এভাবেই নিয়ত-
কুট কৌশল ভূ-সমীকরণে ভেঙ্গে যাচ্ছে সব সহনশীল সৌহার্দ।

(নিউ ইয়র্ক, ২৭ সেপ্টেম্বর’ ২০২৩)

কবি কাজী আতীককাজী আতীকভিন্নমত
Comments (0)
Add Comment