আমূল বদলে ফেলো অনুভব/
কাজী আতীক।
প্রলাপ বকছো?
অনলবর্ষী, অপলাপ অনুলেখ
সুনামি প্রলয় বিভীষিকা যেমন
অনুষঙ্গ বিভ্রম শব্দ কুহক আর কতো?
কতো আর কুটকৌশল কপট প্রণয়!
যদি নিঃশঙ্ক নয়- কোনো মেরুকরন
যদি আস্থা অনাস্থা দুরূহ প্রভেদ প্রাক্কলন,
তাই সময় অসময় নিছক বিঘ্ন বিভাজন।
অতএব আমূল বদলে ফেলো অনুভব
নিশ্চিত যখোন নিঃস্ব হবেই নিশ্বাস
অনন্তর- এবার নাহয় তবে
একটু কেবল নন্দন শোভন ইচ্ছে সাজাও!
লন্ডন, ২২ নভেম্বর ‘২০২৩)