অকুতি নির্ঝর/
কাজী আতীক।
হতে পারতো অফুরন্ত সময় সংযোগ
যদি নির্বোধ বোধেরা সেদিন
শুনতে পেতো ফরিয়াদ
হৃদয় গভীরে বহমান অকুতি নির্ঝর।
আরাধ্য হৃদয়ে যার অবিকল অনুনাদ
হয়তো সাপেক্ষ অনুবাদ হয়নি নিখাদ
তাই প্রকৃতির মতো উদাসীন অনুভবে
অবোধ বোধেরা তোমার থেকেছে নীরব।
যদিও অজস্র সংযোগ তবু পৃথিবী একা,
যেমন গ্রহ উপগ্রহ নক্ষত্র নিযুত,
একই এক আকাশে ভাসমান তবু
নিজ কক্ষপথে ঠিকই একাকী সবাই।
আমার অবাধ্য বোধেরা কখনো
বুঝেনি এসব মাহিত্য সমীকরণ,
তাই নীরব কান্নার মতো আমার এই
উপশমহীন উপসর্গ- দহন অবিরাম।
(নিউ ইয়র্ক, ১৮ ডিসেম্বর ‘২০২৩)