রাতগুলো নিদ্রাহীন থাকে । মোহীত উল আলম

রাতগুলো নিদ্রাহীন থাকে

মোহীত উল আলম

এখন রাতগুলি নিদ্রাহীন থাকে,
বয়স হয়েছে তাই রাতগুলি নিদ্রাহীন থাকে,
অবাক চোখে তারা দেখে, বড় বটগাছগুলো,
পাতা জুড়িয়ে শান্ত হয়ে ঘুমোচ্ছে,
ডালে ডালে পাতার বালিশে ঘুমন্ত পাখিগুলো।

বটগাছগুলোকে ফেলে মহাসড়কগুলো শহরে
ভিড় জমাচ্ছে, সড়কগুলো অবলীলায় রাতের
অবসরে ঘুমোচ্ছে, রাতের কিছু ভারী যান
চলছে, চালকদের চোখে ঘুম, কিন্তু রাতগুলো
জেগে আছে, এত কেন তারা জেগে আছে,
রাতগুলো জানে না কেন তারা জেগে আছে!

বয়সের কথা কেউ কেউ বলে, হাড়ক্ষয়ের কথা
ক্রমাগত বলে, রাতগুলোর উচ্চরক্তচাপ, দুর্বল
মূত্রপ্রবাহ, খানিকটা মিষ্টি খাওয়ার লোভ, এসব
কথা রাতগুলোকে নিয়ে অনবরত বলে লোকে।

রাতগুলো যখন ঘুমোতে পারে না, তারা মানুষের
ঘরে ঘরে নিভৃতে ঢোকে, শ্বাসপ্রশ্বাসের মৃদু লয়ে
মানুষ এত সচ্ছ্বন্দে কেমন করে ঘুমোয়, রতিক্লান্ত
হয়েও ঘুমোয়, রাতগুলো তাই অবাক হয়ে দেখে!

=শেষ=

৬/১/২৪

মোহীত উল আলমমোহীত উল আলমের কবিতা
Comments (0)
Add Comment