দ্বিঘাত অভ্রম/
কাজী আতীক
হয়তো সমাদৃত নয়-
তবুও কখনো উজানের স্রোতে ভেসে আসা সলীল উন্মাদনা
জয়রথ সারথি হয়, তার পলি অনুগ্রহে উর্বর হয় আবাদী,
অথচ আপ্যায়ন সমাদরের উৎসব পার্বণে
কখনো উল্লাস আতিশয্য আনন্দ যাপনে হয় বিরূপ পরিণতি।
আর এভাবেই কখনো এক অদ্ভুত সমীকরণে
আচমকা বদলে যায় সব জানা অজানা
আজন্ম লালিত কিংবা চিরায়ত অনুভব অনুভূতি।
আসলে কিছুই চিরায়ত নয়, নিরঙ্কুশ ধারনাও অবাস্তব হয়তো,
যেমন আবেগ, যদিও অনিবার্য তবুও সর্বদা শোভন নয়
যেমন- ভালোবাসা প্রেমে অধৈর্য আবেগ বস্তুত মনন বিভ্রমের।
(নিউ ইয়র্ক, ১৭ ফেব্রুয়ারি ‘২০২৪)