শোভন অহংকার/
কাজী আতীক।
আমিও গড়তে চেয়েছিলাম ইমারত এক নিখুঁত সৌকর্যে
যদিও মনি মুক্তা খচিত বৈভব বিনির্মান
কিংবা বিলাস যাপন- নিমিত্ত ছিলোনা অনুভবে,
আমিও লিখতে চেয়ছিলাম কিছু মুখোমুখি প্রেমার্থ সংলাপ
যদিও শব্দের নিখুঁত গাঁথুনি কোনো গল্প কবিতা কিংবা
জ্ঞানগর্ভ দুর্বহ উক্তি অত্যুক্তি ছিলোনা আয়োজনে,
আমি কেবল গড়তে চেয়েছি এক সংযোগ বিকল্প আবাস
যেমন কিছু সুখপাঠ্য পংক্তির আদলে এক বিমূর্ত আড়াল,
তুমিও জানাতে পারো বোধ বিকল্প কোনো মনন কারুকাজ
শোভন অহংকার যেমন অজন্তা হ্যেরিটেজ, অনুকল্প অভিলাষ।
(নিউ ইয়র্ক
, ২৫ নভেম্বর ‘২০২০)