কবিতা “ধ্বংস” সৃজনে পম্পা ঘোষ (কোলকাতা)

কবিতা “ধ্বংস”
সৃজনে পম্পা ঘোষ (কোলকাতা)

তুমি ইচ্ছে করলেই
আমার সংসারটা দাউ দাউ করে,
জ্বালিয়ে দিতে পারো
পারোতো,
গলার স্বরটাকে
পৌঁছে দিয়ে সবার কাছে,
শুধু ভেবে দেখো মৃত্যুটাই হবে –
আর অবশিষ্ট কিছু থাকে না।

তবে জানো ভালবাসলে একে অপরের জন্য প্রাণও দিতে পারে,
তা না
হলে সে কি আর হৃদয়ে সুর তোলে?
যেখানে সন্দেহ, নেই বিশ্বাস
তা কি হয় ভালোবাসা?
প্রেম তো পূজা
নিবেদিত হয় দেবতায়।
গলার স্বরে স্বর্গ সুখের বন্দনা বাজে,
তাকে ঠেলে দেবে অন্ধকারের নরকে
তোমার কি একটুও আত্মদহন হবে না?
তোমার সরল মন হবে না বিচলিত?
আমার চলে যাওয়ায়
তোমাকে প্রতি পদক্ষেপে যন্ত্রনা দেবে,
কেন জানো?
তখন তুমি আমায় চিনবে
কঠিন বাস্তবতাকে জানবে।

পম্পা ঘোষ
Comments (0)
Add Comment