কবিতা” শপথ” –সৃজনে পম্পা ঘোষ

কবিতা” শপথ”
–সৃজনে পম্পা ঘোষ

সন্তান ছিল স্বামী ছিল
তবু কেন পথ হারাল,
দীর্ঘদিনের চলাফেরায়
আতনুমন অসার হল ।

ভালোবাসা ছিল প্রেম ছিল
তবু কেন ভালো লাগল,
মনের মধ্যে কি ছিল?
একঘেয়েমি জীবন ছিল।

বসন্ত এসে নাড়া দিল
নতুন করে মন সাজাল,
মনের আর দোষ কি বল?
মনটা এমনই চেয়েছিল।

কথায় কথায় মনের মিল
স্বপ্ন দেখা হলো রঙিন,
কিছুটা পথ চলার পরে
বুঝল সবই অর্থহীন।

বদনামের ওই ভয়টি তার
অষ্টক্ষণ মাথায় ঘোরে,
এমন করে ভাবলে পরে
সে কী এ পথে চলতে পারে?

তাইতো সে শুরুর আগে
পিছিয়ে এলো এমন করে,
অনেক ভেবে পথ চলবে
মনের ভিতর ভুবন গড়ে।

পম্পা ঘোষ
Comments (0)
Add Comment