মেনে নেয়াও দুরুহ/ কাজী আতীক

মেনে নেয়াও দুরুহ/
কাজী আতীক।

প্রত্যাশা কিছুই ছিলোনা কখনো
এখনো রাখিনা, কারো কাছেই,
তাই কোনো কষ্ঠ মনে সচরাচর
বাঁধতে পারে না দানা।

পেলে খুশি, না পেলেও দুঃখ নেই
এমনই এক সহজ সমিকরণ
নির্মোহ যাপন, নির্ভার পথচলা।

তবুও কখনো কারো সামান্য উপেক্ষা অবহেলা
মনে না নিতে চাইলেও মেনে নেয়াও দুরুহ,
হয়তো সংলগ্ন হৃদয় তাই এ দহন অনিবার্য।

(নিউ ইয়র্ক ১৮ মার্চ ২০২৪)

কবি কাজী আতীক
Comments (0)
Add Comment