তারপর/
কাজী আতীক।
গল্পের কি শেষ আছে!
আপাত শেষটায়ও রেশটা থেকে যায়
উন্মুখ শ্রুতি- প্রতীক্ষায় অধীর হয়
তারপর? কি হলো জানতে চায়,
আমাদের জীবন এবং যাপন সময়ে
প্রতিনিয়ত কিংবা বলা যায় প্রতি মুহূর্ত
তারপর এর আবহ চলমান,
তাই হয়তো এভাবেও ভাবা যায়
জীবন মানে অতীত এবং ভবিষ্যৎ
কেনো না বর্তমান কেবল মুহূর্ত সময়।
শেষ নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে
আপাত তারপর এর ইতি ঘটে হয়তো
তবে বিশ্বাসীদের মতে তারপরও
এক অনিঃশেষ তারপর থাকে অপেক্ষায়।
(নিউ ইয়র্ক ৩০ এপ্রিল ‘২০২৪)