অস্বস্তি/ কাজী আতীক

অস্বস্তি/
কাজী আতীক

যা কিছু বিকল্প ছিলো,
ভিন্ন পথে অভিন্ন গন্তব্য, হতো কিংবা হতে পারতো,
নিবিষ্ট নিরীক্ষণের পর, বুঝতে পারি
অসংগতিগুলো পরিহার করা সাধ্য ছিলোনা কারো,

যদিও সূক্ষ্ম সংযোগগুলো যথার্থ এবং সুদৃঢ় ছিলো
তবুও উড়ান পায়নি অনুষঙ্গ স্বপ্ন সংযোগ
সংকোচ নাকি সংশয়, কিছুতো বাধা হয়েছিলো।

(নিউ ইয়র্ক, ১২ মে ‘২০২৪)

কবি কাজী আতীক
Comments (0)
Add Comment