বিনোদন প্রতিবেদন : বিজয় সরকার পারিবারিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন ছোটবেলা থেকেই তাঁর মায়ের হাত ধরে। গান নিয়ে তার স্বপ্ন ছিল যে, গান মানুষকে জাগরিত করবে অন্যায়ের বিরুদ্ধে। সেই থেকেই গীতি রচনা , সুর এবং নিজেই গাইতে শুরু করেন।
বিজয় সরকার একজন জীবনমুখী সংগীতশিল্পী বটে। তিনি যেমন গেয়েছেন প্রেম, বিরহ, বিচ্ছেদ মাখা গান তেমনই আবার গেয়েছেন জীবনের গান, জীবনছোঁয়ার গান, লিখেছেন এবং সুরও দিয়েছেন এমন সব গানে।
জীবন বদলে যাওয়ার কথামালায় মানুষকে বিমোহিত করতে চেষ্টা করছেন। জীবনমুখী বাস্তব কথামালায় তিনি সাজিয়েছেন গানের কথা এরপর সুর দিয়ে করেছেন ঋদ্ধ। অতঃপর নিজেই গেয়েছেন একের পর এক বহু শ্রোতা প্রিয় গান। যিনি একের মধ্যেই তিন, তিনিই বিজয় সরকার ।
গণমানুষকে গানের সঙ্গে একাত্ম করতে পেরেছেন। তিনি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
তার গানের কথা, সুর ও গায়কী অসাধারণ, তিনি সব ক্ষেত্রেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একজন মানবিক শিল্পী হিসেবে তিনি যথেষ্ট সম্মান কুড়িয়েছেন এবং তা এখনও চলমান।
তার লেখা ও সুর করা শতাধিক গান রয়েছে। তিনি নিয়মিত লিখে যাচ্ছেন এখনও।
মানুষের মনের সঙ্গে সংগীত যে একটি বন্ধন সেটা তাঁর গান শুনলে অনুধাবন করা যায়। তার গানগুলো সেই জীবন ছোঁয়ায় বাস্তববাদী।
তিনি নিয়মিত গান প্রকাশ করছেন ” বিজয় সরকার সুনামগঞ্জ ” নামক ফেসবুক পেজ থেকে।