আমায় খুঁজো তারার মাঝে – আয়শা আক্তার শিল্পী

আমায় খুঁজো তারার মাঝে
– আয়শা আক্তার শিল্পী

হঠাৎ আমি হারিয়ে গেলে
খুঁজো না আমায়
পথের ধারে; নদীর পাড়ে
হিজল ফুলের পাহাড় তলে
খুঁজো না আমায়
গহীন বনে।

আমায় খুঁজো আকাশ পানে
লক্ষ কোটি তারার মাঝে
যে তারাটি আপন মনে
চেয়ে থাকে অপলকে তোমার দিকে
ওই তারাটি আমিই হোথায়
যখনই তুমি যাবে যেথায় সঙ্গে যাবো
লক্ষ কোটি তারার মাঝে আকাশ পথে
ভুলো না কিন্ত দেখতে আমায়!

হঠাৎ আমি হারিয়ে গেলে
ঘুম ঘুম চোখে জানালা খুলে
দেখতে আমায় ভুলো না তুমি
লক্ষ কোটি তারার মাঝে
নীলচে ওই তারাটি আমি
আর কোথাও খুঁজো না যেনো।

আয়শা আক্তার শিল্পী
Comments (0)
Add Comment