হটাত পাওয়া ছুটি যখোন ছুটি নয়/ কাজী আতীক

হটাত পাওয়া ছুটি যখোন ছুটি নয়/
কাজী আতীক।

অলস সময় শুয়ে বসে বাড়লো বয়স
এমনও হয়, এমনই হলো
ভেবেছিলাম একটি কিংবা দুটি রাত
যদও বাড়ে বাড়বে নাহয় আরেকটি দিন।

হয়নি কিছুই ইচ্ছামাফিক
বাড়তি সময় যুক্ত হলো
সাদা , নীল আর সবুজ পোষাক
কাঁধে ঝুলিয়ে স্টেথোসকোপ
মনিটরে নির্নিমেশ উৎকন্ঠিত ডজন চোখ।

সুরক্ষা ব্যুহ, হরেক রকম যন্ত্রপাতি
সারা বুকে কার্ডিও সংযোগ, হাতে অইভি
পরমানু তরল পুরে শিরার ভেতর
ক্যেমেরায় বন্দি সময়- হৃদয় সমাচার।

অনুমিত স্বল্প যাত্রা দীর্ঘ হলো,
অপিরিকল্পিত এই হটাত পাওয়া ছুটি শেষে
শুভ মঙ্গলে ঘরে ফেরা অবশেষে।

(নিউ ইয়র্ক, ১৬ মে ২০২৪)

কবি কাজী আতীককাজী আতীক
Comments (0)
Add Comment