এক জনম – সাদিয়া আক্তার ছন্দা

এক জনম
-সাদিয়া আক্তার ছন্দা

চুপটি করে আছো কেনো মন ভার কি খুব?
ঝগড়া হলেই তোমায় কেনো থাকতে হবে চুপ?
তবে কি এবার ভীষণ অভিমান করেছো নাকি?
আমি না হয় একটু বকি,একটু রাগী।

তাই বলে কি ভেবেই নিলে চলেই যাবে?
বহুদূরে,একলা করে,আমায় ছেড়ে।

তুমি হলে শান্ত নদী,আমি না হয় ঝড়ো হাওয়া,
তাই বলে কি ভুল হয়েছে তোমায় চাওয়া?
ভালোবেসে আমায় না হয় শান্ত নদী করো,
আকাশপানে যেয়ো ছুটে হয়ে জড়ো।

মেঘপুঞ্জ হয়ে উড়ো কিংবা পাখি,
আমি তখন ফুল হয়ে পাপড়ি খুলে মেলবো আঁখি।

দেখবো তোমায় আকাশপানে চেয়ে চেয়ে,
মন চাইলে বাদল হয়ে পাপড়ি ভিজিয়ে দিও ছুঁয়ে।
নাকি এবার চলেই যাবে ঠিক করা শেষ?
আমিও আর আটকাবো না যাও তবে বেশ।

তবে আবার ভাবতে পারো,আমার কাছে থাকতে পারো,
আমিও না হয় বুঝে শুনে মানিয়ে নেবো আরো।
থেকে গেলে কি বা ক্ষতি হবে এমন?
যায়না থাকা আমার সাথে একটা জনম?

সাদিয়া আক্তার ছন্দা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এক জনমপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সাদিয়া আক্তার ছন্দা
Comments (0)
Add Comment