পারলৌকিক/ কাজী আতীক

পারলৌকিক/
কাজী আতীক

যারা দুর্যোগ, দুর্ভোগে আছো
যারা অস্তিত্ব সংকটের মতো বিপর্যয়র মুখোমুখি
অথবা যারা এসবের জন্য দায়ী দুর্জন ক্ষমতা ভোগী
দাঁড়াতে হবে সবারই শেষ বিচারের মুখোমুখি,
বিশ্বাসী এবং ধৈর্যশীল যারা তাঁদেরই নিশ্চিত মুক্তি।

প্রথমত একজন আকাশের পর আকাশ অতিক্রম করে
মাটির এ ধরণীর বুকে প্রথম পা’ রেখেছিলেন
তিনি যে দেহ নিয়ে এসেছিলেন
হাজার বছর পর সেই দেহ তিনি এখানে রেখে গেলেন

আর- এভাবেই শুরু পৃথিবীতে মানবের অভিবাসন।

অতঃপর হাজারো বছর পর তাঁরই উত্তরসূরি একজন
আকাশের পর আকাশ পেরিয়ে ঊর্ধ্বে গমন করেছিলেন
তিনি আবার স্ব-দেহেই এই ধরণীতে ফিরেও এসেছিলেন,

ধারণা, তাঁর এই যাওয়া এবং ফিরে আসার যে সময়
বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির দাড়িয়ে ছিলো বছরের পর বছর,
আমাদের খেলাচ্ছলে যেমন ফ্রিজ বা স্ট্যাচু বললে হয়
তাই- পৃথিবীর বাস্তবতায় এ যেনো কেবল মুহূর্ত সময়।

মেহরাজুন নবী অতি অলৌকিক এক মহান বিস্ময়।

কেবল মুগ্ধ ছুঁয়ে থাকুক সময়ের চোখ
এই আবর্ত সময় বয়ে আনুক বার্তা শুভ
সব খেলা চোখ দেখতে থাকুক স্বপ্ন শোভন,
দৈব কিংবা বাস্তব, লৌকিক অলৌকিক সমূহ বিশ্ব
একই এক মহান প্রভু, এবং তিনিই কেবল অবিনশ্বর।

(নিউ ইয়র্ক, ১৭ জুন ‘২০২৪)

কাজী আতীক
Comments (0)
Add Comment