নিলাজ প্রার্থিতা/ কাজী আতীক

নিলাজ প্রার্থিতা/
কাজী আতীক

অসন্তোষ দানা বাধছে
ধোঁয়ার আচ্ছাদনে নিঃশ্বাস কষ্ট বাতাবরণ,
বিস্ফোরণ অনিবার্য হলে
ছাই চাপা আগুন যেমন
সহসা নিভৃতি ভেঙ্গে বিপুল ঘটাবে দাবানল,

সংকট ঘনীভূত জেনেও
নির্বোধ বোধেরা তোমার বুঝতে চাইছে না
পায়ের নিচে যে নড়বড়ে সাঁকোটা,
অনিবার্য পতন জেনেও নির্বিকার
গোঁ ধরেছো নড়বে না, দাঁড়িয়ে আছো ঠায়।

আম যেমন যাবে সাথে ছালাও যাবে
বোকার হদ্দ,
কেনো বুঝতে পারো না এই সহজ সমীকরণ।

(নিউ ইয়র্ক, ৯ জুলাই ‘২০২৪)

কাজী আতীক
Comments (0)
Add Comment